সারাদেশ

পলিথিন কারখানায় আগুন নিয়ন্ত্রণের আসার পর ফের বেড়েছে

রাজধানীর লালবাগের পোস্তায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। বুধবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, লালবাগের ইসলামবাগ কাঁচা বাজারের কাছে পোস্তা ওয়াটার অক্সফোর্ড রোড এলাকায় একটি পলিথিন কারখানা থেকেই মূলত এই আগুনের সূত্রপাত হয়।

তবে আগুন লাগার কারণ এখনও জানতে পারেননি তারা। রাত ১২ টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ৫/৬ মিনিট পরেই আবারো আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। রাত ১২ টা ১৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন আশপাশে পুরনায় ছড়িয়ে পড়েছে। আগুন আর কালো ধোয়ার কুন্ডুলি চারদিকে ছেয়ে গেছে।

বুধবার (১৪ আগস্ট) রাত ১০ টা ৪০মিনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।

এদিকে আগুন নেভাতে সহায়তাকারী আশরাফ উদ্দিন স্বাধীন নামের এক যুবক নয়া দিগন্তকে জানান, প্রথমে আগুন দেখা যায় প্লাস্টিক কারখানায়। পরে ধীরে ধীরে সেই আগুন আশপাশের ৮-১০ টি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এই কারখানাগুলোর মধ্যে জুতা এবং পলিথিনের গোডাউন আছে বলেও জানান তিনি।

Share