Home / চাঁদপুর / চাঁদপুরে পুলিশ উইমেন্স নেটওয়ার্কের র‌্যালি ও আলোচনা সভা
police-women-network

চাঁদপুরে পুলিশ উইমেন্স নেটওয়ার্কের র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওরার্ক চাঁদপুর জেলা শাখার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিকেলে চাঁদপুর পুলিশ লাইনস থেকে নারী সদস্যদেরকে নিয়ে নারী দিবসের র‌্যালি বের করা হয়।

র‌্যালি চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্বে দেন এএসপি হেডকোয়ার্টার শাকিলা ইয়াসমিন সুচনা। পরে পুলিশ লাইনস মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এএসপি হেডকোয়ার্টার শাকিলা ইয়াসমিন সুচনার সভাপতিত্বে ও আর ওয়ান আব্দুল জলিলের পরিচালনায় বক্তারা বলেন, নারী এখন দেশের গুরু দায়িত্বে রয়েছে। সর্বক্ষেত্রে নারী ভূমিকা পালন করছে। নারীদেরকে অসহায় ভাবলে চলবে না। তোমরা তোমাদের সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে। নারী হিসেবে নারী পুলিশ সদস্যরা কোন সমস্যায় পড়লে তাৎক্ষণিক কর্তৃপক্ষকে অবগত করবে। নারী হিসেবে পিছিয়ে থাকলে চলবে না, সমাজে নারী পুলিশ সদস্য অনেক গুরুত্ব রয়েছে। তাই তোমরা তোমাদের কর্মজীবনে আরো অনেকতদূর একিয়ে যেতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন পুলিশ লাইনসের সংরক্ষিত পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম, চাঁদপুর মডেল থানার পুলিশ পরির্দশক নিরস্ত্র অপরারেশন এন্ড কমিউনিটি পুলিশিং মো. আবদুল রব।

উপস্থিত ছিলেন পুলিশ লাইনসের উপ-পরিদর্শক আমাওতুর নুর, চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক নাসিমা বেগম, ফুয়ারা আক্তারসহ নারী পুলিশ সদস্যরা।

প্রতিবেদক- আনোয়ারুল হক
৮ মার্চ, ২০১৯