চাঁদপুর

চাঁদপুর জজ কোর্টের বাথরুমে নারীকে নিয়ে আপত্তিকর অবস্থায় পুলিশের এএসআই

চাঁদপুর জজকোর্টে কর্মরত পুলিশের এটিএসআই আরিফুল ইসলামকে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বুধবার বিকেলে তার বিরুদ্ধে ওই ব্যবস্থা নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান।

২৩ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০ টার আরিফকে হাইমচর থেকে আগত এক বিচারপ্রার্থী মহিলার সাথে কোর্টের বাথরুম থেকে আপত্তিকর অবস্থায় আটক করে কোর্টের লোকজান। পরে তাদের দু’জনকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে এ ঘটনায় একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে একটি বাথরুম থেকে দেয়াল লাফিয়ে নিচে নামতে দেখা যায় এএসআই আরিফুলকে। পরে এই দৃশ্য দেখার পর কোর্টের লোকজন তাকে আটকে রাখে। কিছুক্ষণ পরে সে নিজেই ওই বাথরুমের দরজা খুলে দেয় এবং ওইখান থেকে ওই নারীকে বের করে আনে।

নামপ্রকাশে অনিচ্ছুক কোর্টের একজন জানান, আমরা কয়েকজন বাথরুমের পাশে ছিলাম। কিছুক্ষণ পরে ভিতরে থেকে কথার আওয়াজ আসতে থাকে। পরে আমাদের কথা শুনে উপর থেকে পুলিশের ওই ব্যাক্তি লাফিয়ে বের হয়। পরে আমাদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা বিভিন্ন সময়ে তাদের কোর্টের মধ্যে কয়েকবার একসাথে দেখেছি।

তবে অভিযুক্ত নারী বললেন ভিন্ন কথা, তিনি জানান ‘আমি বাথরুথ থেকে বের হতে চাইলে দেখি আমার দরজা বাইরে থেকে বন্ধ করে রেখেছে। তখন আমি ভিতর থেকে ডাক-চিৎকার দেই। আমি ওই পুলিশকে কোন দিন দেখিনি। তার সাথে আমার কোন সম্পর্ক নেই। তিনি আমার সাথে কোন কিছুই করেনি।’

কোর্ট ইন্সেপেক্টর মামুনুর রশীদ বলেন, ‘ঘটনার পর পরই কোর্টে হই হুল্লোড় শুরু হয়ে পড়ে। অভিযুক্ত এটিএসআই আরিফের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ওই নারী প্রায়ই মামলা জনিত কারনে কোর্টে আসতেন। এ জন্য কোর্ট পুলিশের সাথে যোগাযোগ থাকারই কথা।’

ডিবির ওসি নুর হোসেন মামুন বলেন, ‘আমাদেরকে বারের সাধারণ সম্পাদক বিষয়টি জানান। পরে তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে আসা হয়। আমাদের কাছে ওই নারী কোন অভিযোগ করেনি। যদিও এটিএসআই আরিফের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এ জন্য তাকে লাইনে ক্লোজড করা হয়েছে।’

এ বিষয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, ‘বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য পুলিশের একটি আভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা কোর্টের সিসি ফুটেজ দেখার পর বিষয়টি আরো ক্লিয়ার হবো। কে বা কারা বাইরে থেকে দরজা বন্ধ করেছে, সেটিও দেখার বিষয়। উভয়কে প্রাথমিক জিজ্ঞাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন আসলে পুরো বিষয়টি জানা যাবে।’

আপত্তিকর হওয়ায় ভিডিওটি চাঁদপুর টাইমস প্রকাশ করেনি তবে সংরক্ষণে রয়েছে। -সম্পাদক

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ২৩ অক্টোবর ২০১৯

Share