পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁদপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনাসভা সোমবার (৬ মে) বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে। র্যালি কমিউনিটি পুলিশ জেলা কার্যালয় থেকে শুরু হয়ে কালীবাড়ি শপথ চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম।
তিনি বলেন, পবিত্র মাহে রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে দ্রব্য মূল্যের দাম কমায়। চাঁদপুরে কোন দ্রব্য মূল্যর দাম বৃদ্ধি করবেননা। যারা এ ধরনের অপরাধ করবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অবৈধ ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান করা হবে। কোন দোকানে কেউ চাঁদাবাজি করতে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনভাবেই ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এমন কাজ করা যাবে না।
সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের সাবেক সভাপতি ডাঃ এস এম শহিদুল্ল্যাহ। অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সাধারB সম্পাদক লক্ষণ চন্দ্র সুত্রধর।
এ সময় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দীন, ইন্সপেক্টর হারুনুরর রশিদ, ইন্সপেক্টর আব্দুর রউফ, টিআই ফয়সাল আহমদ, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবতি, দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, কমিউনিটি পুলিশ সাধারন সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকন। এছাড়াও জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
৬ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur