সারাদেশ

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রধানমন্ত্রীর ২৫ কোটি টাকা প্রদান

বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ফান্ডে আরও ২৫ কোটি টাকা করে দুটি চেক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৭ আগস্ট) গণভবনে অবসর সুবিধা বোর্ডের সদস্য-সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী ও কল্যাণট্রাস্টের সদস্য-সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু চেক গ্রহণ করেন।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং পদাধিকার বলে অবসর ও কল্যাণের সভাপতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো.সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

চেক পাওয়ার পর দৈনিক শিক্ষাকে দেয়া প্রতিক্রিয়ায় শরীফ সাদী বলেন, ‘সমগ্র শিক্ষক সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রধানমন্ত্রী তহবিল থেকে এ অনুদান পাওয়ায় অবসরে গিয়েও অবসবের টাকা না পাওয়া শত শত শিক্ষককে টাকা দেয়া যাবে।’

একই দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টেও ২৫ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্্তা ক্ক্ষ
২৮ আগস্ট ২০১৯

Share