চাঁদপুরের কচুয়ায় গত ৩-৪ বছরে গড়ে প্রায় ২০ জন সাধারন মানুষ বজ্রপাতে নিহত হয়েছেন। তাই বজ্রপাত থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষা পেতে এবার ৫ হাজার তাল গাছের তারা রোপনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির তালের বীজ রোপন কর্মসূচি উদ্বোধন করেছেন।
১৯ অক্টোবর শনিবার সকালে তিনি নিজ উদ্যোগে উপজেলার বাসাবাড়ীয়া থেকে ডুমুরিয়া নতুন রাস্তার দুই পাশে বেশকিছু তালের বীজ নিজ উদ্যোগে রোপণ করেন।
তালের বীজ রোপণ শেষে শাহজাহান শিশির স্থানীয় সাংবাদিকদের বলেন, কচুয়ায় গত কয়েক বছরে প্রায় ২০জন মানুষ বজ্রপাতে নিহত হয়েছেন। নিহতের মধ্যে অনেকে দিনমজুর কৃষক ও সাধারণ পরিবারের সদস্য। অতি সম্প্রতি চাঁদপুরের মোহনা ঘুরতে গিয়ে কচুয়া উপজেলার একই পরিবারের চারজন সদস্য মর্মান্তিক ভাবে নিহত হয়।
এরই ধারাবাহিকতায় বজ্রপাত থেকে রক্ষা পেতে ৫হাজার তালের চারা ও বীজ রোপনের উদ্যোগ নেই। এই অংশ হিসেবে তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের পর বাসাবাড়িয়া-ডুমুরিয়া সড়কে তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
তিনি আরো বলেন, যেকোনো গাছ মানুষের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তার চাইতে বড় কথা বৃষ্টি বাদল ও রোদ্র থেকে শীতল ছায়া পেতে মানুষ গাছের নিচে আশ্রয় নেয়। তাই বাসযোগ্য পৃথিবী হিসাবে গড়ে তুলতে আমাদের অন্তত ১টি করে গাছ লাগালো উচিৎ বলে তিনি সকলের প্রতি আহ্বান জানান ।
এসময় ইউপি সদস্য মো. আলমগীর হোসেন, মো. মানিক মিয়া, উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার মো. রাশেদ হোসাইন, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. তারেক শামস মিঠু, যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন প্রধানসহ স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ১৯ অক্টোবর ২০১৯