Home / চাঁদপুর / চাঁদপুরে পীযুষ কান্তি রায় চৌধুরীর স্মরণসভা
pizus

চাঁদপুরে পীযুষ কান্তি রায় চৌধুরীর স্মরণসভা

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার ও লেখক প্রয়াত পীযুষ কান্তি রায় চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আয়োজনে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

জেলা প্রশাস বলেন, চাঁদপুরের একজন সুপরিচিত মুখ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গীতিকার ও লেখক পীযুষ কান্তি রায় চৌধুরী। যাকে আপনারা চিনেন জানেন তিনি কেমন লোক ছিলো। যার সম্পর্কে অনেক কিছু বলা যায়, তার সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন হয়না।

তিনি বলেন, আমাদের সমাজে এই ধরনের মানুষের স্মরণ সভা আরো বেশি, বেশি করা দরকার। তাহলে সাহিত্য ও সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকান্ডের মাঝে বেঁচে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ বিলকিস আজিজ, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত, মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপাতি তপন সরকার, ইলিশ উৎসবের রূপকার ও চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশিদ, চাঁদপুর রবীন্দ্র পরিষদের সভাপতি ফারুক আহম্মদ।

বিশিষ্ট বির্তকনুরাগী কবি ও লেখক ডাঃ পীযুষ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আনন্দ ধব্বনি সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম মন্টু অরুনী সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সোহেল আহমেদ, বর্নমালা নাট্য সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম মুক্তিযুদ্ধা স্মৃতিচারন পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, সংগঠনের সহ সভাপতি মুক্তা পীযুষ, সুরধনি সংগীত একাডেমির অধ্যক্ষ অনিতা নন্দি, সহ সভাপতি আমির হোসেন বাপ্পি, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ শ্রীমত সেবা মহারঞ্জ।

চাঁদপুর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের পরিচালনায় এসময় আবৃত্তি পরিষদের সদস্যরা প্রয়াত পীযুষ কান্তি রায় চৌধুরী রচিত বিভিন্ন কবিতা আবৃত্তি করেন।

প্রতিবেদক:কবির হোসেন মিজি
১৩ মার্চ,২০১৯