চাঁদপুরে ৬ষ্ঠ শ্রেনির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক মূল্যায়নের পাইলট প্রকল্পের কার্যক্রম এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় হলরুমে পাইলট কার্যক্রমের উদ্ভোধন করেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। জাতির পিতা বলেছিলেন সোনর মানুষ গড়তে হলে সোনার মানুষ চাই। অামাদের এ সোনার মানুষ কারা, তোমরা শিক্ষার্থীরা। তবে শুধু পড়াশুনা করলেই সোনার মানুষ হওয়া যাবে না।
পড়াশুনার সাথে সাথে তোমাদের খেলাধূলা, সাংস্কৃতিক চর্চা, শারীরিক চর্চা,মনের উদারতা বাড়াতে হবে, দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। এসকল কিছুর মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অামরা সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী ও মানবতাবাদী হব তবেই সোনার মানুষ হব। শিক্ষা মন্ত্রণালয়ের এ প্রকল্পে যারা সহযোগিতা করছেন সকলকে অামি ধন্যবাদ জানাই। পরীক্ষা না হলে শিক্ষক ও অভিভাবকদের আগ্রহ থাকে না।
শারীরিক ও চারুকলা শিক্ষা না থাকলে শিক্ষার পূর্নতা পায় না। সারাদেশে চারুকলা ও শারীরিক শিক্ষার পাইলট কার্যক্রম চলছে।
চারুকলা ও শারীরিক শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করাতে হবে।শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টা না থাকলে পাইলট কার্যক্রম বাস্তবায়ন হবে না। পড়ালেখার পাশাপাশি পাইলট কার্যক্রমে শিক্ষার্থীদের মনোনিবেশ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে তোমাদের এগিয়ে আসতে হবে।
মধুসূদন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপ্রতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষিকা শাহিন সুলতানার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ সফিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম,
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য তমাল কুমার ঘোষ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মধুসূদন স্কুলের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানকৃষ্ণ, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, পৌর যুবলীগের আহবায়ক মালেক শেখ প্রমুখ।
প্রতিবেদক : আশিক বিন রহিম, ১ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur