ফরিদগঞ্জ

সাবেক এমপি আসলেন পাজেরোতে ফিরে গেলেন সিএনজিতে!

ফরিদগঞ্জে সাবেক এমপি সভাস্থলে উৎসব আমেজে আসলেন নিজের পাজেরো গাড়িতে। আর মলিন মুখে সিএনজিতে চড়ে ফিরে গেলেন নিজ বাড়িতে। পেছনে ভাংচুরের ক্ষত নিয়ে রাস্তার পাশে পড়েছিলো সেই পাজেরো গাড়িটি।

তার আগে গাড়িটি ভাংচুর করে আওয়ামী লীগের বিক্ষুব্ধ একটি অংশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) আওয়ামী লীগের সংঘর্ষের পর সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়াকে নিয়ে এমন আলোচনাই হচ্ছিল প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের বিক্ষুব্ধ একটি অংশের মধ্যে।

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সভাস্থলে তিনি গিয়েছিলেন তার পাজারো গাড়িতে।

স্থানীয় বিআরডিবি কার্যালয়ের সামনে আয়োজিত ওই সভা চলাকালীন আওয়ামী লীগের ওই বিক্ষুব্ধরা সভাটি পন্ড করে দেয়। সংঘর্ষ বাঁধে দুই পক্ষের মধ্যে।

সংঘর্ষের এক পর্যায়ে একটি সিএনজি নিয়ে তাকে উঠিয়ে দেয়া হয়। সাইরেন বাজিয়ে যিনি গত পাঁচ বছর পুলিশ প্রহরায় চষে বেড়িয়েছেন সর্বত্র। সেই তাঁকে কয়েকজন সাধারণ কর্মী ঘটনাস্থল থেকে সিএনজি যোগে চাঁদপুরে পৌঁছে দেন।

আরো পড়ুন-

প্রসঙ্গত, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্যে আ’লীগের কেন্দ্রিয় নির্দেশনা অনুসারে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ স্থানীয় বিআরডিবি অফিসের সামনে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে।

সকাল ১১টায় সভা মঞ্চে ফরিদগঞ্জের সরকার দলীয় সদ্য সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. জাহিদুল ইসলাম রোমান সহ আওয়ামী লীগের একটি গ্রুপের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে ঘন্টাব্যাপি চলমান এ সংর্ঘষের ঘটনায় সভাস্থল ও আশেপাশের সড়ক রণক্ষেত্রে পরিনত হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ করে ও দেড় শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এ সময় সাংবাদিক ও পুলিশসহ আওয়ামী লীগের উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছে।

সভা চলাকালীন একপর্যায়ে উপজেলা সদরের সবুজ মার্কেটের সামনে থেকে ড. শামছুল হক ভুঁইয়ার বিরুদ্ধে শ্লোগান তুলে আওয়ামী লীগের ক্ষুব্ধ আরেকটি পক্ষ উক্ত সভায় অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তার ব্যাক্তিগত পাজেরো জীফটি বিক্ষুব্দরা ভাংচুর করে।

ভিডিওতে দেখুন-

স্টাফ করেসপন্ডেন্ট, ফরিদগঞ্জ
২৯ জানুয়ারি, ২০১৯

Share