চাঁদপুর

‘দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনগণেরও জনসচেতন হতে হবে’

চাঁদপুর জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেছেন, ‘ বাংলাদেশে দুর্যোগের ক্ষয়ক্ষতি আগের চেয়ে অনেক কমে এসেছে। এটা সম্ভব হয়েছে সরকারের আগাম সতর্কতা, ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা সৃষ্টির কারণ।

সরকারের পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিও দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে। দুর্র্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা আরো বাড়াতে হবে। ’

তিনি মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরি কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন,‘ চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরো সম্প্রসারণ করতে হবে।’ বক্তব্য রাখেন ইউনিট সেক্রেটারি এম এ মাসুদ ভূঁইয়ার পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন ইউনিট সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী, তমাল কুমার ভৌমিক, বেলায়েত হোসেন বিল্লাল, আবু নাছের বাচ্চু পাটওয়ারী, রেহেনা আক্তার তৌহিদা।

সভা পরিচালনা করেন ইউনিট অফিসার সৈয়দ আফ্রিদুল ইসলাম। সভায় চাঁদপুরের শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি , ২০১৯

Share