মেঘনায এক ট্রলার ডুবিতে ৪৫ জনকে উদ্ধার করলেও আরও কতজন নিখোঁজ রয়েছেন তা নিয়ে রয়েছে আশঙ্কা। তবে যাত্রীদের মধ্যে বেশির ভাগই ছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী।
শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ৮টায় চরকিশোরগঞ্জের বালুঘাটের কাছে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে গজারিয়া থেকে প্রায় ৭০ জনের মত যাত্রী নিয়ে মুন্সীগতঞ্জের উদ্দেশে রওনা দেয়। তবে ওই ট্রলারের অধিকাংশ যাত্রীরা মুন্সীগঞ্জে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল। ট্রলারটি চর কিশোরগঞ্জ বালুর ঘাট ডক ইয়ার্ডের সামনে পৌছঁলে বালুবাহী একটি ট্রলার ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রলারের ওপরে বালুবাহী ট্রলার উঠে যায়।
পরে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ নদীতে উদ্ধার অভিযান শুরু করে।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা কোস্টগার্ডের পেটি অফিসার মাসুদুল হাসান জানান, আরেকটি নৌ যানের ধাক্কায় ট্রলারটি ডুবে য়ায়। তবে কেউ নিখোঁজের কোন খবর এখনও পাওয়া যায়নি। ট্রলারটি উদ্ধার করা যায়নি। তিনি আরো জানান, ট্রলারের সাথে সংশ্লিষ্ট কেউ ঘটনাস্থলে আসেনি।
মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ফারুক আহম্মেদ জানান, ট্রলার আরোহী একজন বৃদ্ধ আহত হয়েছে। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ট্রলারটির আরোহী কয়েকজন ভেজা শরীর নিয়েই মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহা. হারুন-অর-রশীদ জানান, মুন্সীগঞ্জের পার্শ্ববর্তী হওয়ায় কোস্টগার্ডের পাশাপাশি ঘটনাস্থলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এবং সদরের ইউএনওকে পাঠানো হয়েছে। সেখানে পুলিশও রয়েছে। এখনও কোন নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সকল আরোহীই তীরে উঠতে সমর্থ হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, ঘটনাস্থলটি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার অন্তর্গত। ট্রলারটির মালিকের তথ্য নেয়ার চেষ্টা চলছে। ঘটনাস্থলে নৌ পুলিশ কাজ করছে।
বার্তা কক্ষ
৩১ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur