মতলব উত্তর

ওটারচর উবিতে সাউন্ড সিস্টেম হারমোনিয়াম ও তবলা বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ অর্থায়নে উপজেলার গজরা ইউনিয়নের ওটারচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সাউন্ড সিস্টেম, হারমোনিয়াম, ফুটবল, তবলা ও ডিজিটাল হাজিরা বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার ইউএনও শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সাউন্ড সিস্টেম, হারমোনিয়াম, ফুটবল, তবলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন এর কাছে হস্তান্তর করেন।

ওটারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় এসময় গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হানিফ দর্জি, উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভাশিস ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান, সাবেক প্রধান শিক্ষক ও মতলব উত্তর উপজেলা আ’লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ প্রধান, গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ, সাংবাদিক কামাল হোসেন খান,

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য আঃ সাত্তার প্রধান, অভিভাবক সদস্য সফিকুল ইসলাম খান, ডা. প্রভাত চন্দ্র ভৌমিক, রেহান উদ্দিন, আঃ কাদের প্রধান, গজরা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরু মিয়া, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহীদ উল্লাহ প্রধান, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহ আলম মোল্লা,

গজরা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মহিউদ্দিন সোহেল প্রমূখ উপস্থিত ছিলেন। এরপর ওটারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেও সঙ্গে মিড-ডে মিল খেয়েছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার।

মতলব উত্তর করেসপন্ডেন্ট, ৩ অক্টোবর ২০১৯

Share