Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে মুক্তিযোদ্ধা অলিউল্লাহ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
oliullah-sarkar

মতলবে মুক্তিযোদ্ধা অলিউল্লাহ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রবীণ আ’লীগ নেতা ও ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিংয়ের মুক্তিযোদ্ধা আলহাজ্ব অলিউল্লাহ সরকারের জানাজা শনিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

নামাজে জানাযা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। পূর্বে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শুভাশীষ ঘোষ ও মতলব উওর থানার ওসি মিজানুর রহমানসহ পুলিশ তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।

নামাজে জানাযায় ইমামতি করেন তাঁর নাতি হাফেজ মাওলানা মোঃ জিসান আহম্মেদ। জানাযা পূর্ব সমাবেশে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক আরিফউল্লাহ সরকার ও মরহুম অলিউল্লাহ সরকারের বড় ছেলে আবু জাফর সরকার ডালিম।

আওয়ামী লীগে তাঁর রাজনৈতিক অবদান এবং বর্ণাঢ্য কর্মজীবন সর্ম্পকে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড.নুরুল আমিন রুহুল।

এছাড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লার উপস্থাপনায় স্মৃতিচারণ করেন জেলঅ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, প্রকৌশলী মোঃ আমিনুল ইসসলাম, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড.রুহুল আমিন, ড.এনামুল হক সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, ছেংগারচর পৌর আ’লীগের সভাপতি ও ছেংগারচর পৌর বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আলহাজ¦ মনির হোসেন বেপারী, ছেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান প্রমুখ।

জানাযায় উপজেলা ও ছেংগারচর পৌর আ’লীগ,অঙ্গ সংগঠন এবং সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সুশিল সমাজ, মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাাদিক,ব্যবসায়ী নেতৃবৃন্দ মরহুমের জানাজা নামাজে অংশ গ্রহন করেন।

পরে অলিউল্লাহ সরকারের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড.নুরুল আমিন রুহুল এবং জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের নেতৃত্বে উপজেলা এবং ছেংগারচর পৌর আ’লীগ, অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন।

এরপর জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের পক্ষে জেলার সহকারী কমান্ডার মোঃ ইয়াকুব আলী এবং মোহসিন পাটোয়ারী শ্রদ্ধা জানান।

উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, সহকারী কমান্ডার গোলাম হোসেন সরকার ও পৌর কমান্ডার আঃ সাত্তারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়াও ছেংগারচর পৌর পরিষদ, পৌর বাজার বনিক সমবায় সমিতি, উপজেলা যুবলীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শুক্রবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার সময় তার নিজ গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসসভার বালুচর গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

প্রবীণ আ’লীগ নেতা আলহাজ¦ অলিউল্লাহ সরকার ছেংগারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। ছেংগারচর ইউনিয়নকে পৌরসভা গঠনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। পরবর্তীতে ছেংগারচর এ উপজেলার সরকারী মডেল মসজিদ কমপ্লেক্স ভবনটি তাঁর জমিতেই নির্মিত হচ্ছে। তিনি ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশ,একাধিক বার সভাপতি, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একাধিক বার সদস্য, ছেংগারচর ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ছিলেন।

খান মোহাম্মদ কামাল, ২৭ জুলাই ২০১৯