মতলব উত্তর

মতলবে অলিপুর উবির ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর ও সড়ক উদ্বোধন

২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অলিপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৯১ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে অলিপুর স্কুল থেকে ওটারচর স্কুল সড়কের ফলক উন্মোচন করেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) বেলা ১২ টায় এ উপলক্ষ্যে স্কুল মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্জ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি। এরপর অলিপুর স্কুলের ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি রুহুল। ২ কোটি ৮৮ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে সরকার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার, এ সরকারের আমলেই শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই শিক্ষকদের সম্মান করেছেন। এরপর সম্মান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য কাজ করব।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে মধ্যম আয়ের দেশে পরিনত হবে। এ লক্ষ্য অর্জনে নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে সরকার। এমপি রুহুল সিঙ্গাঁপুর-মালেয়েশিয়ার কথা টেনে বলেন, সিঙ্গাঁপুরের জনগন তাদের প্রয়াত নেতা লিকুয়ানকে ২৫ বছর সময় দিয়েছিল বলেই দেশটি আজ উন্নত রাষ্ট্রে পরিনত হয়েছে।

তেমনি ভাবে শেখ হাসিনাকে লিকুয়ানের মতো সময় দিলে অবশ্যই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। শিক্ষা বান্ধব সরকার শিক্ষার আলো ঘরে ঘরে পৌছে দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অবৈতনিক ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন।

নুরুল আমিন রুহুল এমপি আরও বলেন, টেকসই ও গুনগত মানের উন্নয়ন করাই শেখ হাসিনা সরকারের লক্ষ্য। সে লক্ষ্যে যেখানেই যে উন্নয়ন হবে, তার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের। পাশাপাশি সকলেই খেয়াল রাখবেন কাজের প্রতি।

তিনি আরও বলেন, আমি বলেছিলাম নির্বাচিত হয়েই উন্নয়ন কাজ শুরু করবো। তাই শিক্ষা ভবন দিয়েই চাঁদপুর-২ আসনে উন্নয়ন শুরু করলাম। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আমি সেই সুযোগের সম্মান রাখবো ইনশাআল্লাহ।

শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও স্কুল পরিচালনা কমিটির সদস্য আবদুর রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রিয়াজুল হাসান রিয়াজ।

আরো বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হারুনুর রশিদ, বিদ্যালয় প্রতিষ্ঠাতা ইঞ্জি. আতাউর রহমানের সহধর্মিনী নাজমা বেগম, সমাজসেবক আতিকুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান রাঢ়ী, স্কুল পরিচালনা কমিটির সদস্য ইসমাঈল হোসেন আখন্দ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাড. মঞ্জুর মোর্শেদ সুইট, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এ্যাড. মহসিন মিয়া মানিক প্রমুখ।

পরে সাংসদ দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
১৯ জানুয়ারি, ২০১৯

Share