শীর্ষ সংবাদ

হাজীগঞ্জে শিশুকে আদর করার খেসারত : কিল-ঘু*ষিতে বৃদ্ধের মৃ*ত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে শিশুকে আদর করার জের ধরে মারামারিতে আলী আজ্জম (৬৫) নামের বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। রোববার (১৫ জুলাই) রাতে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের নাসির উদ্দিন সর্দার বাড়ির চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলী আজ্জম হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা চিকৎসাধীন আছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মামলা নেয়া হবে।

নিহতের স্ত্রী সাজেদা বেগম অভিযোগ করে বলেন, সকালে আলী আজ্জমের স্ত্রী সাজেদা বেগম পাশের ঘরের অহিদের শিশু সন্তান শামীম (৪) কে আদর-সোহাগ ও ভালো খাবার দেয়।

এসময় তার ভাতিজা বউ বিউটি আক্তার তার স্বামী রাশেদকে ফোন করে উত্তজিত করে জানায়, “চাচী আমাদের সন্তানদের আদর-সোহাগ না করে” অন্যের বাচ্চাকে আদর করে। এতে স্ত্রীর ফোন পেয়ে স্বামী রাশেদ উত্তেজিত হয়ে বাড়িতে আসে ।

বিষয়টি নিয়ে রাশেদ শিশু শামীমের মা শীমার সাথে ঝগড়ায় জড়ান। পরে সন্ধ্যায় শিশু শামীমের বাবা অহিদুল ইসলাম বাড়ি ফিরে স্ত্রী শীমাকে রাশেদ অপমান করেছে শুনতে পেয়ে চড়াও হয় রাশেদের উপর।

এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে অহিদ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা টচ লাইট দিয়ে রাশেদকে মাথায় আঘাত করে। এসময় বৃদ্ধ আলী আজ্জম উভয়ের মারামারি থামানোর চেষ্টা করলে অহিদের সহোদর ভাই জহির বৃদ্ধকে বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একই সাথে রিপনের স্ত্রী ফেরদাউস আক্তার বৃদ্ধকে কিল ঘুষি দেয়। এর কিছুক্ষণ পরেই রাত ৯ টার দিকে বৃদ্ধের মৃত্যু ঘটে।

এঘটনায় নিহতের ভাতিজা রাশেদ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্যদিকে নিহতের প্রতিবন্ধী মেয়ে স্বপ্না প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

প্রতিবেদক : মনিরুজ্জামান বাবলু
১৬ জুলাই ২০১৯

Share