হাইমচর

হাইমচর সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

হাইমচরে ফাঁকিবাজ শিক্ষকদের আতংক হয়ে দাঁড়িয়েছেন সহকারী শিক্ষা অফিসার আহসানুজ্জামান। এজন্যই শিক্ষক নেতৃবৃন্দ নিজেদের অপকর্ম ঢাকতে সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা শিক্ষা অফিস এবং শিক্ষক নেতাদের সূত্রে জানা যায়,সহকারী শিক্ষা অফিসার আহসাননুজ্জামান প্রায়ই শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে স্কুল পরিদর্শনে যান। এটা অনেক শিক্ষক নেতাবৃন্দ তা পছন্দ করেন না। এতেই শিক্ষক নেতৃবৃন্দগণ তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বিভিন্ন ভাবে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির আহমেদ তদবীর করে চরের স্কুলে পোস্টিং নিয়ে স্কুল ফাঁকি দিয়ে আসছে। তাকে অনুস্মরণ করে তার অনুসারীরাও এভাবেই স্কুল ফাঁকি দিয়ে দেদারছে উপজেলা সদরে আড্ডা দিতে দেখা যাচ্ছে।

অভিযোগ রয়েছে শিক্ষক সমিতির ঐ নেতা অবৈধভাবে শিক্ষক বদলীর তদবীর করলে সহকারী শিক্ষা অফিসার তাতে সুপারিশ না করায় তিনি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাকে হয়রানী করছে বলে জানা যায়।

এ ব্যাপারে সহকারী শিক্ষা অফিসার আহসানুজ্জামান বলেন,‘হাইমচর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস সম্পূর্ণ সরকারি বিধি মোতাবেক পরিচালিত হচ্ছে। শিক্ষা অফিসের প্রশাসনিক সকল কাজ করার ক্ষমতা রাখেন শিক্ষা অফিসার। আমি হলাম সহকারী শিক্ষা অফিসার।

হাইমচর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির আহমেদ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হয়ে আমার কাছে শিক্ষক বদলীসহ নানাহ অন্যায় আবদার করিলে আমি তাতে সুপারিশ না করায় এবং আমার শিক্ষা অফিসারের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করছেন।    তিনি শিক্ষক সমিতির নেতা হওয়ায় স্কুল ফাঁকিসহ নানাহ অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে তাকে মৌখিকভাবে সতর্ক করার কারণেই তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন।’

মো.ইসমাইল হোসেন , ২৬ সেপ্টেম্বর ২০১৯

Share