আগামি ২৪ মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ৩ দিন আগে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হারুন অর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে এ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত্র একটি চিঠি চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যলয়সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে জানা গেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী মুঠফোনে চাঁঁদপুর টাইমসকে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে আমার বদলি সংক্রান্ত্র একটি চিঠি চাঁদপুরে এসেছে শুনেছি। তবে ওই চিঠি এখনো থানায় পৌঁছেনি।’
এদিকে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ চৌধুরীকে প্রত্যাহারের বিষয়টি শুনেছেন মর্মে সহকারী রিটানিং কর্মকর্তা ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আলী আফরোজ জানিয়েছেন।
তবে,এ রিপোর্ট লেখার সময় (বিকাল তিনটা) পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি তার কার্যালয়ে পৌঁছেনি বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত,২৪ মার্চ অনুষ্ঠিত হবে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের ৩দিন আগে থানার ওসিকে প্রত্যাহারের ঘটনায় জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হঠাৎ করে কেন তাকে প্রত্যাহার করা হয়েছে এর সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি।
প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
২১ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur