Home / সারাদেশ / আগস্টে চাঁদপুর জেলায় সেরা ওসি রকিবসহ দু’পুলিশ কর্মকর্তা
oc-rokib-award

আগস্টে চাঁদপুর জেলায় সেরা ওসি রকিবসহ দু’পুলিশ কর্মকর্তা

চাঁদপুর জেলার সাহসিকতার পুরস্কার পেলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব ও সংশ্লিষ্ট থানা পুলিশের ২ অফিসার।

পুরস্কার প্রাপ্তরা হলেন এস আই নাছির উদ্দিন, এ এস আই মঞ্জুরুল ইসলাম, সোমবার দুপুর ১২টায় চাঁদপুর পুলিশ লাইন্স কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুরস্কার তুলেদেন এসপি মাহাবুবুর রহমান পি পি এম বার।

গত আগস্ট মাসের দক্ষতা, সততা ও সাহসিকতা, মাদক, ওয়ারেন্ট তামিল, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইন শৃংঙ্খলার উন্নতি অব্যাহত রাখায় চাঁদপুর জেলার শ্রেষ্ঠ হিসেবে ফরিদগঞ্জ থানা পুলিশকে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহাবুবুর রহমান পি পি এম বার, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাজিগঞ্জ (সার্কেল) আফজাল হোসেন, কচুয়া সার্কেল শেখ রাছেল ও মতলব সার্কেল সহ জেলার অন্যান্য থানার অফিসার ইনচার্জবৃন্দ।

প্রতিবেদক : শিমুল হাছান, ১৬ সেপ্টেম্বর ২০১৯

ইন্টারনেট কানেকশন নেই