Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় শিল্পপতি নূরুল আজাদের ৩য় মৃত্যুবার্ষিকী পালন
kachua

কচুয়ায় শিল্পপতি নূরুল আজাদের ৩য় মৃত্যুবার্ষিকী পালন

চাঁদপুরের কচুয়ায় নুরুল আজাদ কলেজসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,অস্ট্রেলিয়া শাখা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা-সভাপতি ও শিল্পপতি মরহুম নুরুল আজাদের তৃর্তীয় মৃত্যু (১১ সেপ্টেম্বর) বার্ষিকী পালিত হয়েছে। মরহুমের পরিবার ও তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে কোরআনখানি, দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।

মরহুমের জ্যৈষ্ঠ্য পুত্র ও অষ্ট্রেলিয়ার সিডনি শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফয়সাল আজাদের সভাপতিত্বে ও প্রভাষক মো.কামরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন,‘ মরহুম নুরুল আজাদ একজন জনবান্ধব মানুষ ছিলেন। তিনি জীবদ্ধশায় এলাকার মানুষের সুখে-দু:খে আপনজন হিসাবে এগিয়ে যেতেন সবার আগে। সবসময় এলাকার মানুষকে নিয়ে ভাবতেন। যার প্রমাণ তাঁর রেখে যাওয়া বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। আমরা তাঁর মৃত্যুতে কচুয়ায় একজন সত্যিকারের অভিভাবক ও ভালো মানুষ হারালাম। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,অস্ট্রেলিয়া সিডনি শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কামরুল ইসলাম, প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন খান, ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদল, মুক্তিযুদ্ধা আব্দুল হালিম মাস্টার ও অধ্যক্ষ সেলিম মিয়াসহ আরো অনেকে।

প্রধানশিক্ষক গোলাম মোস্তফা, কাদলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.হামিদ খান, সমাজসেবক মো. জহিরুল ইসলাম প্রধান,আবু হানিফ মিয়া,ইউপি সদস্য ওবায়েদ মিয়া প্রমুখ।

এ সময় কলেজ-স্কুল ছাত্র-ছাত্রী অভিভাবক এলাকার বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত , কচুয়ার বিশিষ্ট শিল্পপতি, দানবীর নুরুল আজাদ ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর দুপুর ১২টায় রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ বহু গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মনপুরা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও.মো. আব্দুল হাই।

জিসান আহমেদ নান্নু
১১ সেপ্টেম্বর ২০১৯