ডেঙ্গু জ্বরে একের পর এক মৃত্যুর খবরে দেশবাসী যখন আতঙ্কিত, স্বাস্থ্যমন্ত্রী তখন স্বপরিবারে মালয়েশিয়া সফরে গেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। তবে এ বিষয়ে সমালোচনা না করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর জিগাতলায় আওয়ামী লীগের তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে সেতুমন্ত্রী বলেন, কে দেশে কে বিদেশে তা বিষয় নয়, ডেঙ্গু মোকাবেলায় কাজ হচ্ছে কিনা সেটিই মুখ্য বিষয়।
বর্তমান পরিস্থিতিকে মানবিক সংকট উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্য যেকোনো চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবেলায়ও সরকার সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ওবায়দুল কাদের জানান, পাড়া-মহল্লায় এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিস্থিতি বিবেচনায় স্বাচিপ বিনামূল্যে ডেঙ্গুর রক্ত পরীক্ষা করবে বলেও জানান ওবায়দুল কাদের।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান, সংসদ সদস্য ইলিয়াস মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-সচিব নুরুল আমিন নাহিদের স্ত্রী ফারজানা (৪২) ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে মারা গেছেন। নুরুল আমিন নাহিদ ২০ তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
এ নিয়ে এ বছর ঢামেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৮ জনে দাঁড়াল। সোমবার দিবাগত রাতে ঢামেক হাসপাতালের জেনারেল আইসিইউতে মারা যান ফারজানা। রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন তিনি।
ঢামেকের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারজানা আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে নেয়া হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়।
বার্তা কক্ষ, ৩১ জুলাই ২০১৯