চাঁদপুর

চাঁদপুরের শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম

জাতীয় ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন মেলায় চাঁদপুর জেলা পর্যায়ে মো. নুরুল ইসলাম সোহাগ সেরা ভূমি সেবা প্রদানকারী হিসেবে শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনারম্ভন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খাঁন এর হাত থেকে মো. নুরুল ইসলাম সোহাগ ক্রেষ্ট ও সনদপত্র গ্রহণ করেন।

মো. নুরুল ইসলাম সোহাগ বর্তমানে কচুয়া উপজেলার (৮নং কাদলা ইউনিয়নের) ‘গুলবাহার ইউনিয়ন অফিসে ভূমি উপ-সহকারি’ (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্বে রয়েছেন।

তিনি ২০১২ সালে ১৪ মার্চ সর্বপ্রথম শাহরাস্তি পৌরসভায় ভূমি অফিসে যোগদান করেন এবং কচুয়ার গুলবাহার ইউনিয়ন ভূমি অফিসে গত বছরের ২৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত উপ-সহকারী কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহনের পর থেকে তিনি সাধারন মানুষকে জনবান্ধব ভূমি, তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা দিয়ে আসছেন।

পরবর্তীতে তার এসব কর্মদক্ষতা ও পরিশ্রমের ফলে ২০১৯ সালে জেলা পর্যায়ে নাগরিক সেবায় জেলার ৭২ টি ভূমি সহকারী ও উপ-সহকারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা হিসাবে পুরস্কার অর্জন করেন।

তার এ সাফল্যে অর্জনের পেছনে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, এডিসি রেভিনিউ মো. জামাল হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ ও কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুমন দে’ মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি ভবিষ্যতে সাধারণ মানুষকে ভূমি ও নাগরিক সেবা সম্পর্কে আরো অধিক সেবা দিতে সকলের সহযোগীতা চেয়েছেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
১৮ এপ্রিল ২০১৯

Share