বিশেষ সংবাদ

রিফাত হত্যায় অভিযুক্ত নয়ন ‘ক্রসফায়ারে’ নিহতের খবরে যা বললেন মিন্নি

বরগুনা শহরে প্রকাশ্য রাস্তায় শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার প্রধান সন্দেহভাজন সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত হয়েছে। ক্রসফায়ারের খবরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি আবার চাউর হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে সদর উপজেলার বুড়ির চর ইউনিয়নের পূর্ব বুড়ির চর গ্রামের পায়রা নদীর তীরে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানিয়েছেন।

তিনি গণামধ্যমকে জানান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে নয়নকে ধরতে অভিযানে বের হয়।
“ভোরের দিকে বুড়ির চর গ্রামে নদীর তীরে নয়নের সহযোগীরা পুলিশের দিকে গুলি করে। পুলিশ ও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর নয়নের সহযোগীরা পালিয়ে যায়। পরে সেখানে নয়নের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়।”

পুলিশ সুপার বলছেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি গুলি এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেনসহ চার পুলিশ সদস্য এই অভিযানে আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

এদিকে বন্দুকযুদ্ধে রিফাত শরীফ হত্যার প্রধান আসামী নয়ন বন্ড নিহত হওয়ার খবরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন আয়শা সিদ্দিকা মিন্নি ও তার বাবা মোজাম্মেল। মঙ্গলবার ভোর চারদিকে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামের খলিল মাস্টারের বাড়ির সামনে গেলে নয়ন বন্ড ও তাঁর সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নয়ন নিহত হন।

মঙ্গলবার সকালে ঘুম থেকেই উঠেই নয়ন বন্ডের (২৫) মৃত্যুর খবর শুনেছেন রিফাতের স্ত্রী মিন্নি। তাৎক্ষণিক আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০১৯

Share