চাঁদপুর

“নবতারা” পূজা সংঘের নতুন কমিটি গঠন

চাঁদপুর পুরাণ বাজারে রোববার (১ সেপ্টেম্বর) “নবতারা” পূজা সংঘের নতুন কমিটি গঠিত হয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পূর্ববর্তী সভাপতি তিমির চন্দ্র নাহাকে পুনরায় সভাপতি এবং কোষাধ্যক্ষ কাকন সরকারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি রাজন সাহা, রনি সাহা, রঞ্জয় দাস ও রাজীব নাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক – ভিভিয়ান ঘোষ, সুব্রত সাহা, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক-নিলয় মিশ্র,ঋত্বিক আচার্যী, সুদীপ সরকার, কোষাধ্যক্ষ – কানাই রায়, সহ কোষাধ্যক্ষ- সাগর চন্দ্র দে, দীগন্ত সাহা, প্রচার সম্পাদক – সুমন সরকার, সহ-প্রচার সম্পাদক- মিঠুন চক্রবর্তী,প্রশান্ত সরকার, সুমিত ঘোষ।

‌এছাড়া কার্যকরী সদস্যবৃন্দ হলেন, রাজেশ রায়, প্রীতম বনিক, রাতুল পোদ্দার, আকাশ দে,স্বরুপ,তুষার,সুশান্ত সাহা,নিশান সাহা,অন্তর,রানা দাস,সাগর,চঞ্চল, রুপক সাহা,শুভজিৎ ধর,শিশির সাহা,বিকাশ রায়,অনুজ দেওয়ান,সুপ্ত সাহা,অন্তু সাহা,প্রান্ত সাহা, সেতু সাহা, অভিষেক নন্দি,চয়ন কুমার দে,সজিব দাস,আবির ঘোষ,প্রনয় দাস,হৃদয় মজুমদার, স্বপ্নীল সাহা, কৃশ সাহা।

প্রেস বিজ্ঞপ্তি, ১ সেপ্টেম্বর, ২০১৯

Share