Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে একযোগে সহস্রাধিক কিশোরীর শপথ ও লালকার্ড প্রদর্শন
no-child-marriage-by-brack

হাজীগঞ্জে একযোগে সহস্রাধিক কিশোরীর শপথ ও লালকার্ড প্রদর্শন

চাঁদপুরের হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের সহস্রাধিক কিশোরী শিক্ষার্থী বাল্য বিয়েকে না বলে শপথ বাক্য পাঠ ও লাল কার্ড প্রদর্শন করেছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কলেজ প্রাঙ্গনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে বরাবরের মতো এই ব্যাতিক্রমী আয়োজন করা হয়।

বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে শিক্ষার্থীদের মাধ্যমে বাল্য বিয়েকে লালকার্ড প্রদর্শন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আবু সাঈদ।

চাঁদপুর সদর ব্র্যাক শাখার জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট মো. আবছার উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার মো. জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার।

হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার মো. জিয়াউল ইসলাম শপথ বাক্যের পূর্বে বক্তব্যে বলেন, ‘লাল কার্ড প্রদর্শন করে তোমাদের জীবনকে উচ্চতার শিখরে নিয়ে যেতে পারবে। ছেলেরা ২১ বছর আর মেয়েদের ১৮ বছরের নিচে বিয়েতে রাজি হবে না। প্রয়োজনে আমাদের সহযোগিতা নিবে।’

red-card

বাল্য বিয়েকে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা বেগম বলেন, ‘বাল্য বিয়ে বা নারী নির্যাতনের যেকোন খবর তোমরা ১০৯ নম্বরে কল করে দ্রুত অভিযোগ দিতে পারো। তাৎক্ষণিক তোমাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করা হবে।’

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ ব্র্যাক শাখার সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মকর্তা তফিজুল ইসলাম।

ওইসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক হোসাইনুল আজম, নাজমুস শাহাদাত, মিজানুর রহমান, শ্যামল কৃষ্ণ বাবু, জহিরুল ইসলাম, তানিয়া সুলতানা, মনোয়ারা বেগম, তাহমিনা আক্তার, তাহমিনা বেগম ও ব্র্যাক কর্মসূচির সংগঠক শহীদুল ইসলাম প্রমুখ।

প্রতিবেদক- মনিরুজ্জামান বাবলু,
২০ জুন ২০১৯