মতলব উত্তর

ইকোনোমিক্স অলিম্পিয়াডে রাশিয়া যাচ্ছে মতলব উত্তরের নাজমুল

বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে ৪র্থ স্থান অর্জন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালযয়ের ইকনোমিক্স ২য় বর্ষের শিক্ষার্থী একেএম নাজমুল হাসান। সে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুলাল কান্দি গ্রামের শাহজালাল সরকারের ছেলে।

বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াডে প্রাথমিক বাছাইয়ে মোট ২০০০ প্রতিযোগী অংশ গ্রহন করে।

তন্মধ্যে ৪২ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। পরে লিখিত পরীক্ষায় ৫ জনকে জাতীয় দলের জন্য নির্বাচিত করেছে।একেএম নাজমুল হাসান জাতীয় পর্যায়ে ৪র্থ হয়েছে।

ওই ৫ সদস্যের টীম আগামী ২৬ জুলাই – ১ আগস্ট রাশিয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। একেএম নাজমুল হাসান মিরপুর শহিদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরস করে। আর মতলব উত্তর উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে।

মতলব উত্তর উপজেলার ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পাস করে।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
২০ জুন ২০১৯

Share