Home / চাঁদপুর / আজ থেকে চাঁদপুরসহ সারাদেশে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু
Child eat vitamin a

আজ থেকে চাঁদপুরসহ সারাদেশে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

আজ থেকে চাঁদপুরসহ সারাদেশে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (৬-১১ এপ্রিল ২০১৯) পালন হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ লাখ ১৭ হাজার শিক্ষার্থীকে একটি করে মেবেন্ডাজল-৫০০ মি. গ্রা.ট্যাবলেট খাওয়ানো হবে।

চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে , আগামি ৬ এপ্রিল শনিবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

চাঁদপুরের সকল উপজেলার সব প্রাথমিক পর্যায়ে ৫ থেকে ১৬ বছর বয়সী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, মাদ্রাসা, মক্তব, এতিমখানার সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভুত, পথশিশু, শ্রমজীবী শিশুদেরকে একই নিয়মে বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে সকলকে ক্ষুদে ডাক্তারের মাধ্যমে ভরাপেটে পানি দিয়ে গিলে এক ডোজ মেবেন্ডাজল-৫০০ মি. গ্রা.ট্যাবলেট খাওয়ানো হবে। সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান প্রধানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানা গেছে।

ভরা পেটে (সকালে স্কুলে উপস্থিত হওয়ার পর পরই) কৃমির ঔষধ খাওয়ালে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না। তবে কৃমিতে আক্রান্ত শিশুকে খাওয়ানো হলে পেটে ব্যাথা হতে পারে। সে ক্ষেত্রে ভয়ের কিছু নেই, শিশুকে দ্রুত সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে।

কৃমি নাশক ঔষধ সেবনের দিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে শরীরচর্চা বা প্যারেড না করানো উচিৎ। মাধ্যমিক বিদ্যালয় গুলোতেও জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু পূর্বেই ‘ক্ষুদে ডাক্তার’ টীম গঠন করতে হবে। শিক্ষকসহ ক্ষুদে ডাক্তার টীমের সদস্যদের মাধ্যমে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত বা ঝড়ে পড়া সমবয়সী ছেলেমেয়েদের এ সময়ে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং ট্যাবলেট খাওয়ানোর ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে।

৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের কৃমি নাশক ঔষধ সেবন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, মাদ্রাসা, মক্তব, এতিমখানা, মসজিদের ইমামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যেই মেবেন্ডাজল-৫০০ মি. গ্রা.ট্যাবলেট প্রেরণ করা হয়েছে ।

প্রসঙ্গত, চাঁদপুর জেলায় ২৯৩ সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ২৬০ টি মাদ্রাসা, ১ হাজার ১ শ সরকারি প্রাথমিক স্কুল ৪৫০ টি কিন্ডার গার্টেন রয়েছে ।

প্রতিবেদক : আবদুল গনি
৬ এপ্রিল ২০১৯