‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’- এই শ্লোগানে চাঁদপুরে শুরু হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ।
এই উপলক্ষে (১৩মার্চ ) সকাল ১০টায় স্থানীয় সার্কিট হাউজের সামনে থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। এটি জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
রঙবেরঙের পোস্টার-ব্যানার নিয়ে এই শোভাযাত্রায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মঈনুল হাসান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার প্রমুখ।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য এই শোভাযাত্রা ও আলোচনাসভার সহযোগিতায় ছিল জেলা প্রশাসন।
বার্তাকক্ষ
১৩ মার্চ ২০১৯