‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ এই শ্লোগনকে ধারন করে চাঁদপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চাঁদপুর স্টেডিয়াম গেইট থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর পদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পলিথিনের বিকল্প পাটজাত পন্য। পলিথিন মাটির অস্কিজেন গ্রহনে বাঁধা সৃস্টি করে। পলিথিন ব্যবহারে আমাদের সতর্ক হতে হবে। তা না হলে পৃথিবীর পরিবেশ দিন দিন বাসযোগ্যতা হারাবে। মানুষের বাসযোগ্য পৃথিবী একটিই তাহলে যে কোন মূল্যে পৃথিবীকে বাঁচাতে হবে। কার্বনের ভারসাম্য রক্ষা করতে হলে পাট চাষের বিকল্প নেই।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক সাইফুল আলম, কৃষি অধিদপ্তরের উপ সহকারী কৃষি কমর্র্কতা আব্দুর রহমান, ডব্লিউ রহমান জুট মিলের প্রতিনিধি মাহমুদুল হাসান, পাট অধিদপ্তরের পরিদর্শক মো.ইসমাইল।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
০৬ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur