Home / চাঁদপুর / চাঁদপুরে শিশু একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
baby day

চাঁদপুরে শিশু একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি চাঁদপুর জেলা শাখার আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৭ মার্চ) সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শওকত ওসমান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ কাওসার আহমেদের সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমির সংগীত প্রশিক্ষক মৃনাল সরকার এবং সাংবাদিক এম আর ইসলাম বাবুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান, উজ্জ্বল হোসাইন, মেহেদী হাসান মানিক, ও আজিজুর নাহারসহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন শিক্ষার্থীরা।

প্রতিবেদক:কবির হোসেন মিজি
১৭ মার্চ,২০১৯