হাজীগঞ্জ

সিনিয়র সচিব শাহ কামালের পিতার জানাযা ও দাফন সম্পন্ন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন চাঁদপুরের কৃতি সন্তান সিনিয়র সচিব শাহ্ কামাল এর পিতা মোঃ মুজহারুল হক মাস্টার ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন সিনিয়র সচিব শাহ কামালের ভাতিজা মাওলানা আবু তাহের।

জানাজায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চাঁদপুর জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমকে কাপাইকাপ প্রধানিয়া বাড়ির নিজ কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, চাঁদপুর হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউপি কাপাইকাপ গ্রামের কৃতী সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ্ কামালের পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ মুজহারুল হক (৯৫) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকেলে রাজধানীর আজিমপুর এলাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

আলোকিত মানুষ সচিব শাহ কামালের পিতা মোঃ মুজহারুল হক মাস্টারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, কাপাইকাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক- শিক্ষিকা এবং চেংগাতলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খান সেনেটারীর সত্ত্বাধিকারী মোঃ এমরান খান।

এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রেস বিজ্ঞপ্তি, ২১ সেপ্টেম্বর ২০১৯

Share