চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে বুধবার (১৯ জুন) বিকাল ৩টায় দুদু গাজী (৬৫) নামের এক ব্যক্তি তাঁর ছোট ছেলে হোসেন গাজীর হাতে নির্মমভাবে খুন হন।
দুদু গাজীর চার ছেলের মধ্যে হোসেন গাজী সবার ছোট। তাঁর তিন ছেলে পেশাগত কারণে বিভিন্ন এলাকায় থাকেন। বাড়িতে তিনি, তাঁর স্ত্রী, হোসেন গাজী এবং তিন মেয়ে বসবাস করেন।
পুলিশ জানায়, দুপুর দুইটায় দুদু গাজীর স্ত্রী ও েেছাট মেয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। তাঁর অপর দুই মেয়ে সেলিনা আক্তার ও সীমা আক্তারও সে সময় পারিবারিক প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। সে সময় বসতঘরে বসে কথা বলছিলেন দুদু গাজী ও তাঁর ছেলে হোসেন গাজী। পিতা-পুত্রের কথার ফাঁকে বসতঘরে ঢুকে কয়েকটি মুরগি সেখানে রাখা ধান খেতে শুরু করে। এ নিয়ে দুদু গাজী ও তাঁর ছেলের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে হোসেন গাজী উত্তেজিত হয়ে ঘরে রাখা পিঁড়ি দিয়ে তাঁর পিতার মাথায় সজোরে আঘাত করেন। তিনি গুরুতর আহত হন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং মুমূর্ষু অবস্থায় সেখান থেকে উদ্ধার করে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ এ কেএমএস ইকবাল চাঁদপুর টাইমসকে জানান, হোসেন গাজী কিছুটা মানসিক প্রতিবন্ধী এবং বখাটে প্রকৃতির। এর আগে এলাকার একটি মেয়েকে অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা চালান তিনি। এঘটনায় থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। আজকের ঘটনায়ও তাঁর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। মামলার পর তাঁকে আদালতে পাঠানো হবে। নিহতের লাশ বিকেল ৫টায় চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেকদক- মাহফুজ মল্লিক
২০ জুন ২০১৯