চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরাঞ্চলে ফনীর ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির পরবর্তী করণীয় বিষয়ে বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল।
শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমের মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণীর আঘাতে যেসব পরিবারের যতটুকু ক্ষতি হয়েছে তার জন্য সরকার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সার্বিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
তিনি ক্ষতিগ্রস্তদের হতাশ না হওয়ারও আহ্বান জানিয়ে বলেন, ফণীর যে মাত্রায় আঘাত হানার ও ক্ষয়ক্ষতির যে আশঙ্কা ছিলো সেটি হয়নি। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেজন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছিলো। তরপরও যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, যে পরিবারের যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠার জন্য সরকারের পাশাপাপশি আওয়ামী লীগের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হবে। পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ওই পরিবারগুলোর মধ্যে যেনো কোনো হতাশা কাজ না করে।
বিশেষ করে মতলব উত্তরের চরাঞ্চল বোরোচর, চর উমেদ,বাহের চর,চর ওয়েষ্টারে ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে মসজিদসহ প্রায় ৪০ টি বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। সেখানে দ্রুত সরকারি শুকনা খাবার এবং নগদ অর্থ ক্ষতিগগ্রস্ত পরিবারদের মাঝে পৌছে দেওয়ার জন্য নির্দেশ পপ্রদান করেন। এসব ক্ষতিগগ্রস্ত পরিবারকে তার ব্যক্তিগত তহবিল থেকে এবং আ’লীগের পক্ষ থেকেও সাায্য সহযোগিতা পপ্রদান করা হবে বলেও জানান তিনি।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড: নুরুল আমিন রুহুল বলেন, ঘূর্ণিঝড় ফণীর ভয়াবহ আঘাত হানার যে পূর্বাভাস পাওয়া গিয়েছিলো সেটি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পক্ষ থেকে এ দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়। আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎপেক্ষণ করা হয়। ফণী ২০০০ কিলোমিটার দূরে থাকতেই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আগাম তথ্য পাওয়া যায়। এই তথ্যের উপর ভিত্তি করে আগাম প্রস্তুতি নেওয়া হয়। তবে ফণী উড়িষ্যায় যে মাত্রায় আঘাত করেছে সেটি দুর্বল হয়ে ভয়াবহতা কমে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করছে। এ কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিলো ক্ষয়ক্ষতির যে আশঙ্কা ছিলো সেটা কেটে গেছে।
আরো বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মাহবুবুর রহমান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মিজানুর ররহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সাংবাদিক শামসুজ্জামান ডলার, সাংবাদিক কামরুজ্জামান হারুন প্রমুখ।
এসময় সহকারী কমিশনার ভুমি সুভাসিষ ঘোষ,আ’লীগ নেতা কাজী মিজানুর রহমান, নাউরী হাইস্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক অ্যাড.মোহসিন মিয়া মানিক, ছেংগারচর পৌর আ’লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা,অ্যাড. সেলিম মিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা বোরহান উদ্দিন ডালিম,সহ আ’লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও উপজেলা পপ্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত মতলব উত্তরের চরাঞ্চল বোরোচর, চর উমেদ,বাহের চর,চর ওয়েষ্টারে ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে মসজিদসহ প্রায় ৪০ টি বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।
জানাযায়, এখলাছপুর ইউনিয়নের বোরোচর এলাকার হাশেম সর্দার, লোকমান সর্দার, সুরিয়া বেগম, শাহাদাত হোসেন, জাকির সর্দার,বাচ্চু সরকারসহ চরকাশিম বোরোচর এলাকার ২০টি বশত ঘরবাড়ি ও দু’টি মসজিদ ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে।
শনিবার (৪ মে) ভোর পৌনে ৪টার দিকে ফণী’র ঝড়ো বাতাসে বোরোচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘরে থাকা আসবাবপত্রও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
৪ মে ২০১৯