নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে উগ্রবাদী খ্রিস্টানের বন্দুক হামলায় নিহত ৪ বাংলাদেশির মধ্যে একজন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মো. মোজাম্মেল হক মিয়াজী।
রোববার (১৭ মার্চ) মোজাম্মেলের গ্রামের বাড়ি উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের হুরমহিষা গ্রামে গিয়ে দেখা যায় তার বাড়িতে চলছে শোকের মাতম। ওই গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে মোজাম্মেল।
নিহতের বড় ভাই মো. শাহাদাত হোসেন চাঁদপুর টাইমসকে জানান, ২০১৫ সালে ডেন্টাল বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য নিউজিল্যান্ড যান তিনি। পড়াশোনার পাশাপাশি গত প্রায় দেড় বছর যাবত তিনি চাকরি করতেন নিউজিল্যান্ডের একটি প্রতিষ্ঠিানে। শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে অস্ট্রেলিয়ান উগ্রবাদী খ্রিস্টানের বন্দুক হামলায় গুরুতর আহত হয় মোজাম্মেল হক।
তিনি আরো জানান, ‘ আহত অবস্থায় স্থানীয় পুলিশ তাকে অন্যদের সাথে উদ্ধার করে ক্রাইস্টচার্চের একটি হাসপালে নিয়ে যা। পরে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ মার্চ) মৃত্যুবরণ করেন মোজাম্মেল হক।
এদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের একটি বেসরকারি তালিকা প্রকাশ করা হয়েছে। নিহত ৫০ জনের ওই তালিকায় চারজন বাংলাদেশির নাম রয়েছে।
নিহতরা হলেন ড.আবদুস সামাদ, হুসনে আরা পারভীন, মোজাম্মেল এবং ওমর ফারুক।
রোববার (১৭ মার্চ) সকালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উপ-প্রধান তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত চার বাংলাদেশির মধ্যে ড. আবদুস সামাদ ও হুসনে আরা পারভীন নিউজিল্যান্ডের নাগরিক। আর মোজাম্মেল ও ওমর ফারুক বাংলাদেশি নাগরিক।
তারেক আহমেদ বলেন, ‘আমরা এখনও জাকারিয়া ভুঁইয়া নামে আরেক বাংলাদেশিকে খুঁজে পাচ্ছি না। আমি এখন (রোববার সকালে) মর্গের সামনে আছি, জাকারিয়া ভুঁইয়াকে চেনেন এমন একজনকে নিয়ে। আমি পুলিশকে অনুরোধ জানিয়েছি— জাকারিয়ার মরদেহ সেখানে আছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য ওই ব্যক্তিকে যেন মর্গে ঢুকতে দেওয়া হয়। আশা করি, পুলিশ তাকে মর্গে ঢোকার অনুমতি দেবে।’
বাংলাদেশ হাই কমিশনের উপ-প্রধান জানান, গুরুতর আহত লিপির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজ তার অপারেশন হবে। অন্যদিকে, আহত রুবেল ও মোতাচ্ছের ভালো আছেন।
কূটনীতিক তারেক আহমেদ বলেন, ‘নিউজিল্যান্ড কর্তৃপক্ষ আমাদেরকে সব ধরনের সহযোগিতা করছে। কেউ যদি লাশ দেশে নিয়ে যেতে চান, তারা সহায়তা দেবেন।’
নিহত মোজাম্মেল ও ওমর ফারুকের লাশ দেশে ফেরত নেওয়ার ব্যাপারে তাদের আত্মীয়স্বজন আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তারেক আহমেদ।
শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে এ বন্দুক হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোজাম্মেল হক।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
১৭ মার্চ, ২০১৯