চাঁদপুর হাজীগঞ্জে হোটেলসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(৭ মার্চ) দুুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের স্থানাীয় রামপুর বাজারে ভোক্তা অধিকার আইন ও গণ উপদ্রুব করার দায়ে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুুয়া।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, হোটেলে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্য সামগ্রীর মূল্য তালিকা না থাকায় রামপুর বাজারে ক্যাফে মিম হোটেল এন্ড সুইটসকে ৫ হাজার, বিসমিল্লাহ হোটেল এন্ড সুইটর্সকে ৫ হাজার ও মিলন মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গণ উপদ্রুব করার দায়ে গীতা স্টোরকে ২ হাজার ও কে.এম কাদের ট্রেডাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গত, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা ও সতর্ক করেন ভ্রাম্যমান আদালত।
এ সময় বাজারের অনেকে ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেন। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, রামপুর রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটা. এস.এম মানিকসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগণ, স্থানীয় ইউপি সদস্য এবং অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
স্টাফ করেসপন্ডেট
৮ মার্চ,২০১৯