Home / চাঁদপুর / বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে চাঁদপুর মৎস্যজীবী লীগের দোয়া ও আলোচনা
motshojibi-league-chandpur

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে চাঁদপুর মৎস্যজীবী লীগের দোয়া ও আলোচনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধায় তা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক শাহআলম মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় তিনি বলেন, বাঙালি জাতি ও বাংলাদেশের জন্য যিনি সারা জীবন কেঁদেছেন সেই মহান নেতার ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী মৎস্যজীবীলীগ মিলাদ মাহফিল ও আলোচনা সভা করছে। মৎস্যজীবীরা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে ইলিশ মাছ পেলে খবর দিত। তখন ইলিশ ভাজা ও শুকনো মরিচ দিয়ে আমরা খেয়ে যুদ্ধ করতাম। হাইমচরের এক জমিদার বাড়িতে ৩/৪শ মুক্তিযোদ্ধাকে জেলেরা নদী থেকে বড় পাঙ্গাস ধরে আপ্যায়ন করেছে।

তিনি আরও বলেন, যে ব্যক্তিটি সেদিন স্বাধীনতার জন্য জেল খেটেছে সেই ব্যক্তিকে সম্মান করতে হবে। মৎস্যজীবীলীগ যারা করবেন তারা এখান থেকে গিয়ে অন্যদের বঙ্গবন্ধু সম্পর্কে জানাবেন। শেখ হাসিনা জেলেদের কী করেছে তা আপনারাই ভালো জানে। জাল যার নদী তার। আপনারা জাটকা ধরবেন না। জাটকা না ধরলে জাতীয় সম্পদ ইলিশ রক্ষা পাবে। আপনাদের জন্য এদেশ স্বাধীন হয়েছে।

আওয়ামীলীগকে ভোট দিলে এদেশ হিন্দুস্থান হবে এমন গুজব আর কুৎসা রটিয়ে পাকিস্তানি পেতাত্মারা এদেশকে ধ্বংস করতে চেয়েছিল। তারা আরও গুজব রটিয়েছিল আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে মুসলমানরা বাস করতে পারবে না। যারা মুসলিম দাবি করে সে সময় মামুনষ হত্যা করেছে এদেশ থেকে সে পাকিস্তানি পেতাত্মাদের দূর করতে হবে। পাকিস্তানি পেতাত্মাদের এদেশে কোন স্থান নেই। আসুন এদেশ থেকে সন্ত্রাস জঙ্গীবাদ দূর করি। আওয়ামীলীগ সৃষ্টি করেছে সৃষ্টির জন্য। বাঙালি জাতি পদ্মা সেতু তৈরি করেছে। এমনকি বঙ্গবন্ধু স্যাটেলাইট উত্থাপন করেছে। তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনারনেতৃত্বের কারণে।

এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, দপ্তর সম্পাদক, শাহআলম ভূইয়া, জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, সহ-সভাপতি সতীশ চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিজি, মতলব উত্তরের ওমর আলী প্রধান, হাইমচরের মুক্তার আহমেদ দর্জি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সর্দার প্রমুখ। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক, ৫ আগস্ট ২০১৯