মতলব দক্ষিণ

মতলবে ভবনে তালা দেয়া অবস্থায় চার বাইকে রহস্যজনক আগুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মসজিদ সংলগ্ন ইমামের বন্ধ হুজরাখানায় ৩ শিশুর রহস্যজনক মৃত্যুর পর এবার উপজেলা সদরের পূর্ব কলাদী এলাকায় (ছাত্তার মাস্টার মোড় সংলগ্ন) প্রবাসী মোহন মিয়ার ভবনের নিচ তলায় একটি কক্ষে থাকা চারটি মটরসাইকেল রহস্যজনকভাবে পুড়ে গেছে।

এরমধ্যে শাহ্ সিমেন্ট এর মার্কেটিং অফিসার হাবিবুর রহমান এর ১টি, সিনজেনটা বাংলাদেশ লিঃ এর সেল্স প্রোমোশন অফিসার ওমর ফারুক এর ১টি, ব্র্যাক কর্মী নাসিমার ১টি ও খুরশিদা বেগমের ১টি মোটরবাইক পুড়ে যায়।
uu
গত শুক্রবার দিবাগত রাত চারটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেল মালিক ওমর ফারুক বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়রী করেছে।

মোহনের স্ত্রী মইফল বেগম ও এলাকাবাসী জানান, মোহন মিয়ার ৩টি ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী ব্র্যাক, শাহ্ সিমেন্ট সহ বিভিন্ন কোম্পানীর কর্মীদের প্রায় ১২টি মটরসাইকেল মহন মিয়ার ভবনের একটি কক্ষে রাখেন।

শুক্রবার দিবাগত রাত চারটায় অপর ভবনের ৩য় তলায় থাকা এক ভাড়াটিয়া প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখতে পায় মহন মিয়ার ভবনের নিচ তলা থেকে আগুনের ধোয়া বের হচ্ছে। সাথে সাথে আগুন আগুন বলে চিৎকার দিলে আশ-পাশের লোকজন এসে ভবনের প্রধান ফটকের তালা এবং কক্ষের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে । ভবনের প্রধান গেইট ও ওই কক্ষের দরজার তালা বন্ধ থাকা অবস্থায় ভিতরে মটরসাইকেল গুলো পুড়ে যাওয়ার বিষয়টি নিয়ে নানা রহস্য দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত ওমর ফারুক বলেন, ওই বাড়ির ভবনে আরও লোকজন ভাড়া থাকে। ভবনটির কলাপসিবল গেইট এবং মটরসাইকেল রাখা কক্ষটিও তালাবদ্ধ ছিল। ভেতর থেকেই কে বা কারা শত্রুতা করে তাঁদের মোটরসাইকেলগুলো পুড়িয়ে দেয়। এ বিষয়ে আমি থানায় একটি সাধারণ ডায়রি করেছি।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, মোটরসাইকেলগুলো পুড়ে যাওয়ার বিষয়ে ক্ষতিগ্রস্থ ওমর ফারুক গতকাল শনিবার সকালে একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টির তদন্ত চলছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ১৪ সেপ্টেম্বর ২০১৯

Share