ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর ওপর দিয়ে মতলব দক্ষিণের অটোরিকশাচালক ও যাত্রীরা এখন থেকে মতলব উত্তর ও দাউদকান্দি উপজেলায় সরাসরি যেতে পারবেন এবং তারাও মতলব দক্ষিণে আসতে পারবেন। সেতু চালু হওয়ার পর থেকে দু’পাড়ের অটো চালকদের এ নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। একাধিক মানববন্ধন ও বিক্ষোভ শেষে এ দ্বন্দ্ব সমাধান হলো।
মতলব দক্ষিণ থানার ওসি একেএমএস ইকবাল এতে সভাপতিত্বে বুধবার বেলা ১১টায় মতলব দক্ষিণ থানা চত্বরে আয়োজিত এক সমঝোতা-সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। থানা সূত্র জানায়, ওই সভায় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার অটোরিকশাচালক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
মতলব দক্ষিণ উপজেলা অটোরিকশাচালক সমিতির সভাপতি শাহপরাণ মিয়া বলেন, গত জানুয়ারিতে মতলব সেতু চালু করা হয়। এরপর থেকে এটির ওপর দিয়ে মতলব উত্তর থেকে চালকেরা অটোরিকশা নিয়ে সরাসরি মতলব দক্ষিণে আসছেন।
কিন্তু মতলব দক্ষিণ থেকে সেতু পার হয়ে চালকদের অটোরিকশায় মতলব উত্তর ও কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যেতে দেওয়া হচ্ছিল না। এ কারণে গত ৯ এপ্রিল সকাল ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁরা মতলব সেতুর দক্ষিণ পাড় এলাকা অবরোধ করে রাখেন। আজকের সিদ্ধান্তকে স্বাগত জানান তাঁরা।
এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা অটোরিকশাচালক সমিতির সভাপতি মো. হান্নান বলেন, তাঁরা থানা কর্তৃপক্ষের আজকের সিদ্ধান্ত মেনে চলবেন। ওসি একেএমএস ইকবাল বলেন, মতলব সেতু চালুর পর থেকে মতলব দক্ষিণ উপজেলার অটোরিকশাচালক ও যাত্রীদের অটোরিকশায় সরাসরি মতলব উত্তর ও দাউদকান্দি যেতে বাধা দিয়ে আসছেন মতলব উত্তর উপজেলার অটোচালকেরা।
যাত্রী ও অটোচালকদের কাছ থেকে আদায় করা হতো অতিরিক্ত টোল ও চাঁদা। করা হতো হয়রানিও। এখন থেকে এসব বন্ধ করা হয়। যাঁরা এই সিদ্ধান্তের পরিপন্থী কাজ করবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরোও বলেন, চাঁদপুর থেকে যাত্রীরা অটোরিকশা (সিএনজি) নিয়ে মতলব উত্তরের শ্রীরায়েরচরসহ যেকোন গন্তব্যে যেতে চাইলে কেউ বাধা দিতে পারবেন না। এ সিদ্বান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। দীর্ঘদিন ভোগান্তীর পর হলেও যাত্রীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
৮ মে ২০১৯