মতলব দক্ষিণ

মতলবের আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬ প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

প্রার্থীরা হচ্ছেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এড. নুরুল আমিন রুহুল (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিন (ধানের শীষ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এমরান হোসেন মিয়া (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আফসার উদ্দিন (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মোঃ মনির হোসেন চৌধুরী (মিনার) ও মুসলিমলীগের প্রার্থী নুরুল আমিন লিটন (হারিকেন)।

গত সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। প্রার্থীরা প্রতীক পেয়ে প্রচার-প্রচারনা শুরু করেছেন। তবে এ আসনে লড়াই হবে নৌকা ও ধানের শীষের মাঝে।

এ নির্বাচনী এলাকায় ইউনিয়নের সংখ্যা ২০টি, পৌরসভা ২টি, মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫৪টি, মোট ভোটকক্ষের সংখ্যা ৭১৯টি, মোট অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৭৭টি, মোট ভোটার ৩ লক্ষ ৯২ হাজার ৫শ ৪৩। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯৮ হাজার ১শ ১৫ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৯৪ হাজার ৪শ ২৮ জন। এ নির্বাচনী এলাকাটি ২টি উপজেলা নিয়ে গঠিত। একটি মতলব উত্তর অপরটি মতলব দক্ষিণ।

স্টাফ করেসপন্ডেট
১১ ডিসেম্বর,২০১৮

Share