চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লাউতুলি গ্রামের আমির হোসেন’র মেয়ে শারমিন আক্তার (২২) গত ২৩ জুলাই তার শশুর বাড়ি একই উপজেলার উত্তর শোলদানা গ্রামের হোইদার বাড়ি থেকে নিখোঁজ রয়েছেন।
অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। শারমিন আক্তারের ১টি মেয়ে ও একটি ছেলে রয়েছে, মেয়ে আনিছা (৬) ও ছেলে আইমন (৩)। এদিকে শারমিন আক্তার নিখোঁজ হওয়ারপর হইতে তার ২টি সন্তান খুব অসুস্থ হয়ে পড়েছে। এবং তার অসুস্থ বাবা প্রায় মৃত্যুর সজ্জায়।
জানা যায় শারমিন আক্তার নিখোঁেজর দিন তার বাবার বাড়িতে ছিলেন, সকাল ৮ টার দিকে ডাক্তার দেখানোর করে বাবার বাড়িথেকে বের হন। সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় শারমিন তার স্বামীর বাড়িতে যায়, পরে শারমিন আক্তার স্বামীর ঘরে থাকা কিছু জামা কাপর নিয়ে যায়। এসময় তার শাশুরি তাকে জিগ্যাস করলে বলে তার নিকট আত্বিয়ের বিয়ের অনুষ্ঠানে জাবো বলে তাড়াহুড়া করে চলে যায়। যাওয়ার কিছুক্ষন পর থেকে শারমিনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় নিখোজ শারমিন আক্তরের ভাই মিজানুর রহমান ২৪/০৭/২০১৯ ইং তারিখে ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নম্বর-১১৪৫)। তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা শারমিন আক্তরের ভাই মো. মিজানুর রহমানের মুঠোফোন নম্বরে (০১৭০৯৬৮৩৪৪৫/০১৬২২৩৮৩২১২) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি, ২৭ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur