চাঁদপুরে মহান শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৯ উদযাপনকল্পে প্রস্তুতি সভা রোববার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান। যা ১৭ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
সভায় ১ টি জেলা কমিটি , ৯ টি উপ-কমিটি গঠন ও ২৬ টি সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
সরকারি কর্মসূচির সাথে মিল রেখে আমরা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করবো। তাই এ অনুষ্ঠান সুন্দর ভাবে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
সিদ্ধান্ত সমুহের মধ্যে রয়েছে : মাতৃভাষা দিবস উপলক্ষে আগমি ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি এবং ২২ ও ২৩ ফেব্রুয়ারি ৬ দিন সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে । ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি কেন্দ্রিয় শহীদ মিনারে বিকেল ৩ টা থেকে রাত ৯টা পর্যন্ত বই মেলার আয়োজন করা থাকবে । ১৮ -২২ ফেব্রুয়ারি বিকেল ৩ -৯ টা পর্যন্ক শহিদ মিনার প্রাঙ্গনে বই মেলা চলভব।
২০-২১ ফেব্রুয়ারি স্থানীয় সকল দৈনিক পত্রিকা বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়। ২০ ও ২১ ফেব্রুয়ারি পৌরসভার উদ্যোগে শহরের নতুন বাজার সড়ক, অঙ্গিকার পার্দদেশ, কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর, শপর্থ চত্তর, ইলিশ চত্তর, চিত্র লেখা মোড়, নতুন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সড়কে বাংলা বর্ণ্যামালা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে।
২১ ফেব্রুয়ারি সকল স্কুল, কলেজসহ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক/শিক্ষিকাগণ নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিতিসহ ছাত্র-ছাত্রীদের নিয়ে দিবসের প্রত্যুষে শহীদ দিবসের সাথে সঙ্গতিপূর্ণ সঙ্গীত পরিবেশন সহকারে শহরের প্রধান প্রধান সড়কে প্রভাতফেরি। ঐ দিন শহীদের স্বরণে জেলার সকল সকল স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধ-নমিত থাকবে।
সকল স্কুল কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বই পাঠ,স্বরচিত ছড়া ও কবিতা প্রতিযোগিতা এবং কলেজ বিশ্ববিদ্যালয় সর্বসাধারণের জন্য ২১ সংক্রান্ত প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন করবে এবং আন্তজাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করতে হবে। জেলা সকল মসজিদে বাদ জোহর এবং মন্দির, গীর্জায় শহীদের রুহের মাগফিরাত কামনা দোয়া কামনা করতে হবে। বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চিত্রাংকন, সঙ্গীত, আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যায় শহিদ মিনার প্রাঙ্গণে ১৯৫২ এর ভাষা আন্দোলনের ইতিহাসের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা এবং ভাষা শহীদের অমর স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। রাত ৮টায় সাংস্কৃতিক পরিবেশনা হবে।
প্রতিবেদক : আবদুল গনি
১৮ ফেব্রুয়ারি, ২০১৯