চাঁদপুর-৫ হাজীগঞ্জে বিএনপির প্রার্থী লায়ন ইঞ্জি.মমিনুল হক বলেন,‘আমি বিগত এক যুগ ধরে হাজীগঞ্জ-শাহরাস্তিতে বিএনপির তৃনমূল নেতাদের পাশে থেকে বিএনপির জন্য কাজ করে যাচ্ছি। আগামি ৩০ ডিসেম্বর যদি সুষ্ট ভোট হয় আমি মনে করি এ আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত।’
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে পুলিশি নিরাপত্তায় জনসংযোগ করতে চান না ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সংক্ষিপ্ত জনসংযোগ শেষে নিজ বাস ভবনের সামনে তিনি এ কথা জানান।
ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন,‘জনসংযোগে নিরাপত্তার নামে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করে পুলিশ।’
তিনি আরও বলেন,‘পুলিশ জনসংযোগে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান এবং পুলিশ সুপার জাহিদুল কবিরকে মুঠোফোনে অবহিত করেছি।’
সকাল থেকে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর এনায়তপুর, মোহাম্মদপুর, তারালিয়া, মালিগাঁও কাশিমপুর এলাকায় জনসংযোগ করেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। পুলিশ ওইসব এলাকা থেকে ১১ নেতাকর্মীকে আটক করে।
বিএনপি নেতাকর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন ও হাসান বলেন, ‘ যাদেরকে আটক করা হয়েছে এদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে ।’
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
১৮ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur