চাঁদপুর

মোহনবাঁশির থিম গানে সংবর্ধিত গীতিকার কবির ও সুরকার আজাদ

চাঁদপুরের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদের থীম গান লিখে সংবর্ধিত হয়েছেন গানটির গীতিকার, সংবাদকর্মী কবির হোসেন মিজি এবং সুরকার এস কে আজাদ সুমন।

১৮ মার্চ সোমবার সন্ধ্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংগঠনটির গৌরবের ১০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী চিরঞ্জীব ৭১, চিত্র প্রদশনী ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উৎসবের আহ্বায়ক ও চাঁদপুর সাহিত্য একাডেমির মহা পরিচালক রোট. কাজী শাহাদাততের হাত থেকে এ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন, গীতিকার কবির হোসেন মিজি ও সুরকার এস কে আজাদ সুমন।

‘মুক্তিযুদ্ধের চেতনায় গড়ি সমৃদ্ধ বাংলাদেশ, দুখের ক্লান্তি ভুলে থাকবে যেথায় শান্তি, সুখের আবেশ আঁধার পাড়ি দিয়ে ধরবো সবাই আলোর নতুন এক পথ, তাইতো মোরা গড়েছি মোহনবাঁশি স্মৃতি সংসদ।’

এসব কথায় সাজানো হয়েছে মোহন বাঁশি সংগঠনের থিম সংটি । আমজাদ হাসানের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন, কণ্ঠশিল্পী আমজাদ হাসান, শাহীন, রত্না ও সুরমী।

উৎসবের সদস্য সচিব মজিবুর রহমানের সভাপতিত্বে ও স্বরলিপি নাট্যদলের প্রতিষ্ঠাতা সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, ব্যবসায়ী পরেশ মালাকার।

মোহনবাঁশির থিম গানটি ভিডিওতে দেখুন-

করেসপন্ডেন্ট
১৯ মার্চ, ২০১৯

Share