চাঁদপুর

চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড বিএনপির মহল্লা কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল পর্যায়ে থেকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার অংশ হিসেবে সারাদেশে চলছে কমিটি পুনর্গঠনের কাজ।

সে হিসেবে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সামগ্রিক তত্ত্বাবধানে চাঁদপুরেও শুরু হয়েছে সাংগঠনিক এ কার্যক্রম। এ ধারাবাহিকতায় চাঁদপুর পৌর ৯র্ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক মহল্লা কমিটি গঠনে বুধবার (২৪ জুলাই) ১নং মহল্লায় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে ১ নং মহল্লা কমিটির সভাপতি লিটন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, ২নং মহল্লা কমিটির সভাপতি আবুল হাশেম বেপারী, সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসেন মনা, ৩নং মহল্লা কমিটির সভাপতি বাবুল গাজী, সাধারণ সম্পাদক মালেক গাজী, ৪নং মহল্লা কমিটির সভাপতি শামিম মিয়াজী, সাধারণ সম্পাদক দুলাল চৌকিদারকে মনোনিত করা হয়।

এর আগে সভায় সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন মৃধা মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেদোয়ানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি নেতা চাঁন মিয়া মাঝি, হারুন মোল্লা, নুর মোহাম্মদ বেপারী, বেলাল সর্দার, আমিন শেখ জিলানী, আবুল খায়ের ছৈয়াল, যুবদল নেতা জাকির বন্দুকশী, হিরণ মাঝি, সাইফুদ্দিন, কৃষকদল নেতা সিরাজ খাঁ, স্বেচ্ছাসেবক দল নেতা খোকন, কৃষকদল নেতা সিরাজ খাঁ, ছাত্রদল নেতা সজিব আহমেদ।

বক্তারা খালেদা জিয়ার মুক্তি, পুনঃনির্বাচনের দাবি, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদ জানানো, দেশের চলমান নিরাপত্তা সংকট, দলকে ঐক্যবদ্ধ্য ও সাংগঠনিকভাবে শক্তিশালী করাসহ নিজেদের মধ্যকার মতানৈক্য দূরিকরণে তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

এছাড়া বক্তারা নতুন প্রজন্মকে দেশের কল্যাণে সাংগঠনিকভাবে কাজে লাগানোর প্রতি গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় কেন্দ্রের ঘোষণা অনুযায়ী বেশ কিছু সিদ্ধান্তের কথা নেতাকর্মীদেরকে জানানো হয়।

Share