কচুয়া

কচুয়াবাসীর ‘শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই’

চাঁদপুর-১ কচুয়া আসনে নবনির্বাচিত সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন ‘শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই। জননেত্রী শেখ হাসিনার কাছে কচুয়াবাসির অনেক প্রত্যাশা। আমি তাদের সে প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।’

টানা তৃতীয় বারের মতো সাংসদ নির্বাচিত হওয়ায় শুক্রবার (১১ জানুয়ারি) সকালে কচুয়া আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোপূর্বে আমি আপনাদের জনপ্রতিনিধি থাকাকালীন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা প্রতিটি এলাকায় পৌঁছে দিয়েছি। আগামীতেও উন্নয়ন অব্যাহত রেখে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাব।

তিনি বলেন, জাতির জনক বঙ্গন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে বিশে^র অন্যতম উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিকভাবে বাংলাদেশ হবে মজবুত ও দৃঢ় একটি উন্নত রাষ্ট্র।

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক কবির হোসেনের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পরিষদের শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, সাবেক ভাইস চেয়ারম্যান কামরুন নাহার ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া প্রমুখ।

প্রতিবেদন- শরীফুল ইসলাম
১১ জানুয়ারি, ২০১৯

Share