Home / চাঁদপুর / চাঁদপুর যুবদল সভাপতি মোফাজ্জল হোসেন চান্দুর জানাযাসূচি
mofazzol-hossen-Chandu

চাঁদপুর যুবদল সভাপতি মোফাজ্জল হোসেন চান্দুর জানাযাসূচি

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও চাঁদপুর জেলা যুবদলের বর্তমান সভাপতি মোফাজ্জল হোসেন চান্দুর জানাযা সোমবার (১৭ জুন) বাদ আছর রহমতপুর কলোনিটর ঢালী বাড়ি সংলগ্ন রহমপতপুর আবাসিক জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এর আগে তিনি সোমবার (১৭ জুন) ভোর ৩ টা ৪৫ মিনিটে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

পরিবার সূত্রে জানা যায়, সাবেক ছাত্রনেতা চান্দু দীর্ঘদিন একাধিক রাজনৈতিক মামলায় চাঁদপুর জেলা কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হলে তিনি জামিন নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার দিন ভোররাতে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করলে পরিবারের সদস্যরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক তাকে ভোর রাত ৩টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে স্ত্রী শামসুন্নাহার মুকুল, তিন ছেলে মাহীর, রুহী ও রুমীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মোফাজ্জল হোসেন চান্দু ১৯৭১ সালে চাঁদপুর রহমমতপুর আবাসিক এলাকার ঢালী বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মালেক ঢালী চাঁদপুর সরকারি হাসান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। ছোট ভাই তাফাজ্জল ঢালী সম্প্রতি মারা গেছেন। ছোট বোন মালেকা আক্তার মনি গৃহিণী। মা মনোয়ারা বেগম পরপর দু’সন্তানের মৃত্যুতে বাকরুদ্ধ।

রাজনৈতিক কর্মজীবনে মোফাজ্জল হোসেন চান্দু চাঁদপুর শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি হন। পর্যায়ক্রমে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক এবং মৃত্যুকালে জেলা যুবদলের সভাপতি হিসেবে দাযিত্ব পালন করেন।

এদিকে তার মৃত্যুতে চাঁদুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক গভীর শোক প্রকাশ করেছেন ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শোক বার্তায় তিনি বলেন, ‘মোফাজ্জল হোসেন চান্দুর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংঠগন একজন গুরুত্বপূর্ণ নেতাকে হারালো। আল্লাহ যেনো তাকে জান্নাত নসিব করেন।’

এজন্যে নেতাকর্মীসহ সবার কাছে দোয়া কামনা করেন পাশাপাশি নামাজে জানাযায় অংশ গ্রহণ করতে বিএনপি ও অঙ্গসহযোগী সংঠগনের সকল নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহবান জানান।

এছাড়া সাবেক এ ছাত্রনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০১৯