চাঁদপুর

পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব পরিস্থিতি নিয়ে চাঁদপুরে পুলিশের প্রেসব্রিফিং

পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজব চাঁদপুরের ফেসবুকে ছড়িয়ে পড়ে। আর এসব খবর সোস্যাল মিডিয়াল ভাইরাল করে মানুষকে উত্তেজিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে একটি চক্র।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ফেসবুকে অপপ্রচার ও মারধের অপরাধে ৩ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, ইসলামপুর গাছতলা এলাকার সেলিম গাজীর ছেলে সাজ্জাদ গাজী, ফরিদগঞ্জ কাসারা এলাকার আব্দুল মান্নান ভূইয়ার ছেলে সায়েম ভূইয়া, বাঘড়াবাজার এলাকার মোখলেস হাওলাদারের ছেলে আবু খালেক রতন।

এছাড়া ঢাকা তালিমুল কোরআন হাসানিয়া কওমি মাদ্রাসার ছাত্র আলআমিন (৮৭) ও দক্ষিন রঘুনাথপুর এলাকার শাখাওয়াত হোসেন (১৭) নামের এক মানসিক রোগিকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে চাঁদপুর মডেল থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে থানার ওসি মো. নাসিম উদ্দিন এসব তথ্য জানান।

ওসি জানান, পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজব সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার অপরাধে ৩ জনকে আটক ও ২ জনকে মানসিক রোগী ও এক মাদ্রাসার ছাত্রকে উদ্ধার করা হয়েছে। তিনি এসব অপপ্রচারে কান না দেওয়ার জন্য আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ, অপারেশন্স আব্দুর রবসহ অন্যান্যারা।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
১২ জুলাই ২০১৯

Share