প্রশ্ন : সাধারণত আমি দোকান থেকে মোবাইলে টাকা রিচার্জ করি। রিচার্জের জন্য দোকানদারকে বিশ টাকা দিলে, তখন সে এক টাকা নিজে রেখে আমাকে ১৯ টাকা রির্চাজ করে দেয়। এক্ষেত্রে আমাদের লেনদেনে কমবেশি হওয়ার কারণে এটি সুদ হিসেবে গণ্য হবে? সঠিক তথ্য জানালে ভালো হয়।
আর যদি সুদ হয়, তাহলে বিগত দিনগুলোতে যে লেনদেন করা হয়েছে, তাতে উভয়ের হুকুম কী হবে? বিস্তারিত জানালে আমরা সকলেই উপকৃত হবো।
উত্তর: মোবাইলে টাকা রিচার্জের ক্ষেত্রে কম বেশি লেনদেন করা সুদ নয়। কারণ এক্ষেত্রে একজাতীয় জিনিসের লেনদেন হয় না। কেননা মোবাইলে টাকা রির্চাজ করার মানে হচ্ছে টেলি-যোগাযোগ সেবা ক্রয় করা। সুতরাং একদিকে টাকা অন্যদিকে মোবাইল অপারেটরের সেবা ক্রয় করা হচ্ছে। টাকার মোকাবেলায় টাকা হচ্ছে না। তাই মোবাইলে কম টাকা রির্চাজ হলেও তা সুদ হবে না।
সূত্র: খুলাসাতুল ফাতাওয়া: ৩/১০২; ফাতাওয়া হিন্দিয়া: ৩/১১৭; আদ্দুররুল মুখতার: ৫/১৭২) প্রশ্নটি করেছেন: মাহবুবুল হাসান পলাশ, মুরাদনগর, কুমিল্লা
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur