চাঁদপুর

চাঁদপুরে মোবাইল ফুড নামে ভ্রাম্যমাণ গাড়ি রেস্তোরাঁর পথচলা শুরু

ইলিশের বাড়ি চাঁদপুরে ভোজনবিলাসী ও বিনোদনপ্রেমী মানুষের জন্যে মোবাইল ফুড নামে ভ্রাম্যমাণ রেস্তোরাঁ চালু করা হয়েছে। ফ্রেস এন্ড স্পাইস নামের প্রতিষ্ঠানের নতুন সংযোজন এটি। যাতে একটা গাড়ির মাধ্যমে

নিত্য নতুন স্বাদে ও বাহারি খাবারের পসরা সাজিয়ে শহরের ভিন্ন প্রান্তে ঘুড়ে বেড়াবে এ ভ্রাম্যমাণ রেস্তোরাঁটি।

১৩ সেপ্টম্বর শুক্রবার বিকেলে শহরের তিন নদীর মোহনাস্থ মোলহেডে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল। এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা ছাত্রীলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।

কামরুল ইসলাম নাহিদ, বাবু ও মাসুদ নামের তিন তরুণ উদ্যোক্তা জানান, প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হলো পথে পথে ঘুরে বেড়িয়ে খাবারপ্রেমী মানুষের চাহিদা মেটানো। ভোজনরসিক মানুষের স্বাস্থ্য সচেতনতার বিষয়টি মাথায় রেখেই আমরা এই ভ্রাম্যমান খাবার রেস্তোরার উদ্যোগ নিয়েছি। এখাবে অাধুনিক ও স্বাস্থ্যসম্মত মজাদার মজাদার সব খাবারের ব্যবস্থা রয়েছে।

তারা আরও জানান, ‘ফ্রেস এন্ড স্পাইস’ নামে এই ভ্রাম্যমাণ খাবার গাড়ির রেস্তোরাঁয় স্যান্ডউইচ, বার্গার, ফিজ্জা, ওয়াফলেস, ফ্রাই, হরেক রকমের জুস, চিকেন ফ্রাই, উইংস, ওয়েজেস, হট কফি, কোল্ড কফি, আইস টিসহ নানান রকম মজাদার ফাস্টফুড বিক্রি করা হবে।

প্রতিবেদক : আশিক বিন রহিম, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Share