Home / উপজেলা সংবাদ / কচুয়া / ঈদে ভাড়া নৈরাজ্য বন্ধে কচুয়ায় মোবাইল কোর্ট
mobile-court-in-kachua

ঈদে ভাড়া নৈরাজ্য বন্ধে কচুয়ায় মোবাইল কোর্ট

আসন্ন ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য বন্ধ ও নিরাপদ যাত্রা নিশ্চিতের লক্ষে কচুয়ায় মোবাইল কোর্টের অভিযান হয়েছে।

শনিবার (১ জুন) বিকেলে কচুয়া পৌরসভার বিশ^রোড ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন সুরমা বাস স্টেশন ও কচুয়া-সাচার-গৌরিপুর সিএনজি স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন

এসময় কচুয়াগামী ও ঢাকাগামী যাত্রীদের সাথে কথা বলেন এবং সকল বাস চালক ও সিএনজি চালকদের সতর্ক করেন।

এবং উপস্থিত যাত্রীদের উদ্যেশ্যে বলেন, কচুয়া থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে কচুয়াগামী সুরমা সুপার বাস ট্রান্সপোর্টে পূর্বের নির্ধারিত ভাড়া ১৪০ টাকার বেশি দাবি করলে বা কোথাও যাত্রীদের হয়রানি করলে সরাসরি কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (০১৭৩০০৬৭০৭০) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (০১৭৩০০৬৭০৭১) কচুয়া থানার ওসি (০১৭১৩৩৭৩৭১৭) কে অবগত করবেন। আমরা আইনআনুগ ব্যবস্থা নিব।

অপরদিকে সড়কে অনিয়মের দায়ে এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে ৪ ড্রাইভারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
১ জুন ২০১৯