ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চাঁদপুর ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে ৯টি মুদি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার(৯ মে) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এই অভিযান পরিচালনা করেন।

জরিমানা আদায়কৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, জাহাঙ্গীরের মুদিদোকান-৫ হাজার,কামাল মুদিদোকান-২ হাজার,খোরশেদ আলম মুদিদোকান -২ হাজার, নিউ চয়েজ স্টোর ২ হাজার,রফিক ২ হাজার, পারভেজ মুদি ১০ হাজার, মন্নান ২ হাজার টাকা।

সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন জানান, উপজেলা বাজারগুলোতে এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, পৌর সদর বাজারে কোন ফুটপাত থাকতে পারবেনা। অনুমোদন বিহিন কোন দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে পারবেনা। মাছ ব্যবসায়ীরা খোলা গল্লিতে বসতে পারবেনা,নির্ধারিত শেটে বিক্রি করতে হবে। বাজারগুলোতে মোবাই কোর্টের সহযোগিতা করতে বাজার কমিটিগুলোকে অনুরোধ করা হয়েছে।

আশানুরূপ সাড়া না পেলে এবং ফুটপাত দখল পুনঃরায় করা হলে বাজার কমিটিগুলোর বিরুদ্ধে ব্যকস্থা নেয়া হবে। প্রয়োজনে জেল ও জরিমানা করা হবে।

স্টাফ করেসপন্ডেট
৯ মে ২০১৯

Share